1. admin@somoynews.net : admin :
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠণকে শক্তিশালী করার আহবান জানালেন এমপি খোকা হকার মুক্ত মদনপুর ফুটওভার ব্রিজ-পথচারী চলাচলে স্বস্তি এমপি খোকার নির্দেশনায় জাবেদ রায়হানের মাসব্যাপি ইফতার বিতরণ ধামগড় পুলিশ ফাঁড়ির অভিযানে ৭৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ডালিম গ্রেফতার ৫ কেজি গাজা সহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ গরীব দূঃখী মেহনতী মানুষ সারাজীবন এরশাদকে স্বরণ রাখবে..এমপি খোকা প্রেমিককে বিয়ের জন্য চাপ দেয়ায় রোজিনাকে গলাকেটে হত্যা সমাজের নির্যাতিত নিপিড়ীত শোষিত মানুষের কথা বলে জাতীয়পার্টী..এমপি খোকা র‍্যাবের গুলিতে কাসেমের মৃত্যুতে নিঃস্ব তার পরিবার,শোকের মাতম সোনারগাঁয়ে ৩০ বোতল ফেন্সিডিল ও ৪কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশ্ব রং এর দাদা ও দিদি সাজি সাজাই গ্রান্ড ফাইনালে ৩য় স্থান অধিকার করেছে তানভীর আহম্মেদ নোমান

সময় নিউজ ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৮০১ বার পঠিত

এম ডি অনিকঃ

জনপ্রিয় ব্র্যান্ড বিশ্ব রং এর দাদা ও দিদি সাজি সাজাই গ্রান্ড ফাইনালে ৩য় স্থান অধিকার করেছে প্রাচীণ বাংলার রাজধানী সোনারগাঁয়ের কৃতি সন্তান তানভীর আহম্মেদ নোমান। গত মঙ্গলবার যমুনা ফিউচার পার্কে বিশ্বরঙ দাদা ও দিদি ২০২২ এর সাজি-সাজাই এর গ্রান্ড ফাইনালে অনুষ্ঠানে তিনি ৩য় স্থান অধিকার করেন।

তানভীর সোনারগাঁয়ের অনন্তমুছা গ্রামের নূরে আলম আইয়ুব এর ছোট ছেলে এবং তরিকুল ইসলাম এর ছোট ভাই।

তানভীর জানান, তিনি সোনারগাঁ জি আর ইনস্টিটিউট এর এস এস সি-২০১৪ ব্যাচের এর ছাত্র ছিলেন। তখন থেকেই সোনারগাঁ যাদুঘরে লালন পাঠসালায় ছিলেন। ২০১৬ সালে নারায়ণগঞ্জ কলেজের ছাত্র থাকাকালীন সময় থেকে কালচারাল ক্লাবে নাচ এবং গান নিয়ে ক্লাস করিয়েছেন এবং ২০১৮ ও ২০২১ এ জাতীয় শিক্ষা সপ্তাহে (ঘ) বিভাগে নাচে ১ম হয়েছে। নারায়নগঞ্জ কলেজে কালচারাল ক্লাব থেকে পারফর্মেন্স করে নারায়ণগঞ্জ -৫ আসনের এমপি সেলিম ওসমান সাহেবের কাছ থেকে ১০ লক্ষ টাকা তার পড়াশোনা করার জন্য পুরষ্কার পান। জি এস সি এবং এস এস সি পরীক্ষায় তিনি জিপিএ এ+ পেয়ে মেধার সাথে উত্তীর্ণ হোন।
২০১৮ সালে এনএসটিটি আই থেকে হোটেল ম্যানেজমেন্ট করেন তখনও সেরা পারফর্মেন্স অফ দ্যা ইয়ার হন। একে একে তিনি তার নিজের প্রতিভা দিয়ে এগিয়ে যাচ্ছেন। সকলের দোয়া ও নিজ প্রতিভা দিয়ে সোনারগাঁও তথা সারা বাংলাদেশের সুনাম বিশ্ব ব্যাপি ছড়িয়ে দিয়ে আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তিনি কাজ করে যেতে চান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর