সোনারগাঁ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ মনজুরুল হাসান যোগদান করেছেন। তিনি গত ২৯ সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহন করেন। তিনি ২৪তম বিসিএস কর্মকর্তা।
গত ১৪ সেপ্টেম্বর প্রাণিসম্পদ অধিদপ্তরের যুগ্ম সচিব শাহিনা ফেরদৌসীর স্বাক্ষরিত এক চিঠিতে ডা.মোহাম্মদ মনজুরুল হাসানকে সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে বদলি করা হয় ও সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইউসুফ হাবিবকে গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় বদলি করা হয়।
ডা.মোহাম্মদ মনজুরুল হাসান সোনারগাঁ উপজেলা ভেটেরিনারি সার্জন হিসেবে ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। পদোন্নতি পেয়ে ২০১৫ সালে গজারিয়া প্রানিসম্পদ কর্মকর্তা হিসেবে বদলি হোন। ২০১৯ সালের জুন মাসে প্রাণিসম্পদ অধিদপ্তরের শিক্ষা ছুটিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে প্যারাসাইটোলজিতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।