সময় নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি প্রয়াত আবুল হাসনাতের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের আত্মার মাগফিরাত কামনা মিলাদ,দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম খান লিটন।
শুক্রবার বিকেলে শফিকুল ইসলাম খান লিটনের নিজ কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করে অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, কাচঁপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহম্মেদ,সাধারণ সম্পাদক বাবুল হোসেন, কাচঁপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীন সহ আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।