সময় নিউজ ডেস্কঃ
নারায়ণগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মুরাদ আহমেদ ও মাহাফুজকে গ্রেফতার করা হয়েছে। ১৫ অক্টোবর রাত সাড়ে ৮টায় সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া এলাকা থেকে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে উল্লেখিত মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে সোনারগাঁ থানার মামলা নং- ২৫, তারিখ- ১৬/১০/২০২২ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ১। মুরাদ আহমেদ(৩৯), পিতা- আব্দুল আউয়াল, সাং- আষারিয়ার চর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ ও ২। মোঃ মাহফুজ(৫৫), পিতা- মৃত আয়াত আলী, সাং- টেংগারচর, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জদ্বয়কে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।