এম ডি অনিকঃ নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে। কেন্দ্রগুলোতে নিরাপত্তায় আইনশৃঙ্খলার বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে ম্যাজিস্ট্রেট। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চন্দন শীল বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। তবে সংরক্ষিত ২টি ওয়ার্ডে ৭ জন নারী এবং ৫টি সাধারণ ওয়ার্ডে ১৯ প্রার্থী মিলে দু’টি পদে মোট ২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোট ভোট কেন্দ্র ৫টি, ভোট কক্ষ ১০টি, ভোটার সংখ্যা ৬১০, পুরুষ ৪৬৬ ও মহিলা ১৪৪।
নারায়ণগঞ্জ নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একাধিক ইভিএম প্রস্তত রাখা হয়েছে। কেন্দ্রগুলোত নিরাপত্তায় পর্যাপ্ত আইন-শৃখঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছে।
সরেজমিনে সোনারগাঁও জিআর স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে,ভোটাররা নির্বিঘ্নে যার যার ভোটাধিকার প্রয়োগ করছেন।এই ওয়ার্ডে পুরুষ সদস্য হিসেবে হাতি প্রতিক নিয়ে প্রার্থী হয়েছেন সাবেক জেলা সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম এবং তালা প্রতিক নিয়ে প্রার্থী হয়েছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল।এছাড়া নারী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সদস্য এডভোকেট নুরজাহান,শাহিদা মোশাররফ ও শিলা রানী পাল। ভোটার এবং প্রার্থীরা নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।এখনো পর্যন্ত কোন রকম অপ্রতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি। সর্বশেষ তথ্য মতে এপর্যন্ত ভোটাররা ১৩২ টি ভোট প্রয়োগ করেছেন।