এম ডি অনিকঃ
না’গঞ্জ ডিবি পুলিশের অভিযানে ছিনতাইকৃত ১টি ল্যাপটপ , ১টি আই ফোন সহ মোট ০৩ টি মোবাইল ফোন এবং ০১ টি সুইচ গিয়ারসহ ০১ ছিনতাইকারী আটক।
নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার নারায়ণগঞ্জ এর নির্দেশ ক্রমে বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল রাত ০১ :৪৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া চৌরাস্তা থেকে ছিনতাইকৃত ০১ টি আই ফোন ও ০১ সুইচ গিয়ারসহ ছিনতাইকারী মোঃ আল আমিন হাসান বাবু @ ডাকাত বাবু (২২) কে গ্রেফতার করেছে। গ্রেপ্তারপূর্বক তাহার বর্তমান বসবাসকৃত কাচপুরের বাসায় অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত আরো ০২ টি মোবাইল ফোন ও ০১ টি ল্যাপটপ উদ্ধার করা হয় । অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের সোনারগাঁও জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ ইমদাদুল ইসলাম তৌয়ব, এস আই সৈয়দ রুহুল আমিন, এস আই হরবিলাশ,এস আই ফরিদ,এস আই ফরিদ, এস আই সাদ্দাম সংগীয় ফোর্স সহ অভিযানটি করে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছেন।এ সংক্রান্তে সোনারগাঁও থানার মামলা নং ২৬, তারিখ ১৬/১০/২০২২ ধারা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত ছিনতাইকারী ১।মোঃ আল আমিন হাসান বাবু @ ডাকাত বাবু (২২) পিতাঃমৃত পেয়ার আলি কসাই @ রফিকুল হাসান সাং জৈনপুর, দড়াগাহ থানাঃসোনারগাঁও জেলাঃ নারায়ণগঞ্জকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।