এম ডি অনিকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে আজ মঙ্গলবার দুপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে খবর পেয়ে ৭ গ্রামের নারী পুরুষ একত্রিত হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে উপজেলার পিরোজপুর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কের দু পাশে গজারিয়া থেকে কাচঁপুর এলাকা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুরপাল্লার যানবাহন ও এম্বুলেন্স আটকা পড়ে যাত্রীরা অসুস্থ হয়ে পড়ে।বিক্ষোভকারীদের দাবী তিতাস গ্যাস কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় কয়েকজন নেতা মোটা অংকের টাকা নিয়ে বৈধ গ্যাস বলে সংযোগ দেয়।এই গ্যাস কিছুতেই কাটতে দেয়া হবে না।