সোনারগাঁ কিন্ডারগার্টেনে শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান
এম ডি অনিকঃ
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান”সোনারগাঁ কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের মাঝে করোনার প্রথম ডোজ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি চিকিৎসকদের টিম এসে শিক্ষার্থীদেরকে সঠিক নিয়মে প্রায় শতাধিক শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান করেন। সোনারগাঁ কিন্ডার গার্টেন স্কুলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে পরিচালিত হয়।
সোনারগাঁ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ জনাব এ.বি.এম আব্দুস সালাম সাহেবের সার্বিক তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন,সহকারী শিক্ষক ইসমত আরা,রেহানা আক্তার,রোকসানা আক্তার রীমি,সুফিয়া আক্তার,তৌহিদা চৌধুরী ও নাসরিন আক্তার।
সুশৃঙ্খলভাবে করোনার টিকা গ্রহণ করে শিশুরা আনন্দ প্রকাশ করেছে সেই সাথে শিক্ষার্থীদের অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠানের এমন আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেছেন।