বন্দর প্রতিনিধি : বন্দর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ( ওসি) আবু বক্কর সিদ্দিক।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি. কে. রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অপরাধ দমনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক।
তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশ সবসময় কঠোর রয়েছে। এবং অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। এর পাশাপাশি নিজেকে একজন দায়িত্ববান ওসি হিসেবে মনে করে কাজ করবেন। তাহলে অপরাধ দমন করা সম্ভব হবে। এজন্য আপনারা সকলে আমাদের সহযোগীতা করবেন, পুলিশ এবং সাংবাদিক এক সাথে কাজ করলে যেকোন অপরাধ দমনই সম্ভব।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম পাটোয়ারি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি কিতাব আলী, সাংগঠনিক সম্পাদক মো.আক্তার হোসেন, অর্থ সম্পাদক মমতাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমদাদুল হক মিলন, দপ্তর সম্পাদক রিমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহাবুবুর রহমান ডালিম, আইন বিষয়ক সম্পাদক ইব্রাহিম সুমন, নির্বাহী সদস্য, সোহেল, অজিত দাস, হাবিব, আবু সুফিয়ান, সদস্য আল আমিন, পায়েল, আহাম্মদ।