সুমন হাসান- নারায়নগঞ্জ বন্দর উপজেলা মদনপুর একতা সমবায় সুপার মার্কেটে ১০০ নং দোকানের শুভ উদ্ভোধনে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দোকানের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আমজাদ হোসেন (সাবেক মেম্বার) এর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন নারায়নগঞ্জ জেলা পরিষদের নব-নির্বাচিত ২নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব মাসুম আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মাজহারুল ইসলাম হিরন, মদনপুর ইউপি ৪,৫ ও ৬নং ওয়ার্ড মহিলা মেম্বার নাছিমা বেগম, ৩নং ওয়া একতা মার্কেট সহকারী ক্যাশিয়ার মিরাজ মাহমুদ, ডাঃ মোঃ ইছাক, আলাউদ্দিন চেয়ারম্যান,এডভোকেট বিল্লাল হোসেন, সেলিম রেজা, এস এম নাসের(সাংবাদিক), আবু সাঈদ, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম(বড় বাড়ি),আলী হোসেন, ফারুক হোসেন, ইকবাল মিয়া, আরমান হোসেন। অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন ডাঃ মো হান্নান, সাংবাদিক সুমন হাসান, সাংবাদিক আনোয়ার হোসেন, হাবিব ম্যাকার, মোঃ সাদেক ভুইয়া,জামান সহ একতা মার্কেট দোকান মালিক ব্যাবসায়ীবৃন্দ। আয়েশা বেডিং ষ্টোরে সুদক্ষ কারীগর দ্বারা পর্দা,বেডসিট,বালিশ কভার,মশারী,চাদর,ল্যাপ-তোষক,কমফোর্টার,গদি বালিশ,ফোম ম্যাট্রিক্স,কার্পেট,ফ্লোর মেড,ছাতা ও মুর্দারের কাপড় সহ বিভিন্ন পন্য সামগ্রী। এ সময় প্রধান অতিথি ক্রেতাদের মাঝে দোকানের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরন করেন। মিলাদ ও দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরন করা হয়। সেই সাথে সর্বোচ্চ ক্রেতা সাধারনের মাঝে পুরষ্কার বিতরন করেন। এবং আয়েশা বেডিং ষ্টোর থেকে আমজাদ হোসেন মেম্বার সকলকে সুলভ মূল্য বস্ত্র সামগ্রী ক্রয় করা অনুরোধ জানানো হয়।