1. admin@somoynews.net : admin :
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠণকে শক্তিশালী করার আহবান জানালেন এমপি খোকা হকার মুক্ত মদনপুর ফুটওভার ব্রিজ-পথচারী চলাচলে স্বস্তি এমপি খোকার নির্দেশনায় জাবেদ রায়হানের মাসব্যাপি ইফতার বিতরণ ধামগড় পুলিশ ফাঁড়ির অভিযানে ৭৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ডালিম গ্রেফতার ৫ কেজি গাজা সহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ গরীব দূঃখী মেহনতী মানুষ সারাজীবন এরশাদকে স্বরণ রাখবে..এমপি খোকা প্রেমিককে বিয়ের জন্য চাপ দেয়ায় রোজিনাকে গলাকেটে হত্যা সমাজের নির্যাতিত নিপিড়ীত শোষিত মানুষের কথা বলে জাতীয়পার্টী..এমপি খোকা র‍্যাবের গুলিতে কাসেমের মৃত্যুতে নিঃস্ব তার পরিবার,শোকের মাতম সোনারগাঁয়ে ৩০ বোতল ফেন্সিডিল ও ৪কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বন্দরে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায়,আটক-২

সময় নিউজ ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ বার পঠিত

সুমন হাসান- নারায়ণগঞ্জের বন্দরে জাহের হোসেন নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি

করা হয়ে। শুক্রবার রাতে উপজেলা ধামগড় ইউনিয়নের কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ব্যক্তির স্ত্রী নাসরিন বেগম বাদি হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কাজিপাড়া গ্রামের এনায়েত আলীর ছেলে নান্নু মিয়া, একই এলাকার হামজার ছেলে আনোয়ার হোসেন নামের দুই জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উজেলার ধামগড় ইউনিয়নের কাজিপাড়া গ্রামের নায়েত আলীর ছেলে নান্নু মিয়া, একই এলাকার হামজার ছেলে আনোয়ার হোসেন এর সাথে জাহের আলীর ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে র্দীঘদিন ধরে বিরোধ চলচ্ছে। এর জের ধরে শুক্রবার রাতে জাহের হোসেন মাছের খামারে যাওয়ার পথে পূর্বপরিকল্পিত ভাবে কাজিপাড়া গ্রামের নান্নু মিয়ার নেতৃত্বে আনোয়ার হোসেন, নাঈম, বিজয়, তাইজুল ইসলামসহ ৮/৯ জনের একটি দল দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে জাহের হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে মারাক্তক যখম করে হত্যার চেষ্টা করে। এসময় জাহের হোসেন এর ডাক চিৎকারে আশপাশে লোক এগিয়ে আসলে হামলা কারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় জাহেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

জাহের স্ত্রী নাসরিন বেগম বলেন, আগেও আমার স্বামীকে তারা হত্যার চেষ্ঠা করেছে। এর জের ধরেই আবারও আমার স্বামীকে হত্যার উদ্দ্যেশে কুপিয়েছে। বর্তমানে আমার স্বামীর অবস্থা ভালো না।

প্রতিপক্ষ নান্নু মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, হামলার ঘটনা দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর