সুমন হাসান:- গতকাল ৭ডিসেম্বর বিকেলে নয়া পল্টনে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায়। সারাদেশব্যপী কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। তারই চিত্র দেখা গিয়েছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে।
আজ ৮ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই বাড়তি সতর্কতা নিয়ে সকল ধরনের নাশকতা রুখতে কঠোর অবস্থান রয়েছে ধামগড় পুলিশ ফাঁড়ির সদস্যরা। ঢাকা রাজধানীর প্রবেশদ্বার মদনপুরে ইতিমধ্যে পুলিশের টহল ব্যবস্থা জোরদার এবং চেকপোস্ট বসানো হয়েছে সাধারণ জনগণের জানমাল নিরাপত্তায়।
ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদুর রহমান জানান যে আমরা নারায়ণগঞ্জ পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল, পিপিএম (বার) স্যারের দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল শেখ মোঃ বিল্লাল হোসেন স্যারের নেতৃত্বে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি।