না’গঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ১
সুমন হাসানঃ নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ১২/১২/২০২২ তারিখ ১৩.৩০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজ আল আমিন নগর সাকিনস্থ তুষার মিয়ার বাড়ির সামনে থেকে আসামী ১। মোঃ জুলহাস খলিফা(২২), পিতা- মৃত হাসান খলিফা, সাং- নন্দিপাড়া, থানা+জেলা পটুয়াখালী, এ/পি- মিজমিজি আল আমিন নগর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের সোনারগাঁও জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ ইমদাদুল ইসলাম তৌয়ব, এসআই সৈয়দ রুহুল আমিন, এএসআই রবিউল ও সংগীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করে। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রেখেছে। এ সংক্রান্তে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং ১৭(১২)২২ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি মোঃ জুলহাস খলিফাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।