এমডি অনিক
আদমজী ইপিজেডস্থ নির্মানাধীন ফ্যাক্টরি চেকপয়েন্ট-২ হতে বিল্ডিং নির্মান সামগ্রী বোঝাই ( লোহার সাটার) ০১টি ট্রাক আদমজী গেইটে আসলে মোঃ আক্তার হোসেন (৩৫) ও মোঃ হৃদয় (২৫) উক্ত ট্রাকটি মালামালসহ ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে বাদী মোঃ দুরুল ইসলাম এর অভিযোগের প্রেক্ষিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪,নারায়ণগঞ্জের কর্তব্যরত ইন্সপেক্টর কমলেশ দাস এর নেতৃত্বে একটি টহল টিম অভিযান পরিচালনা করে ইং ১২ ডিসেম্বর দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন এস ও বালুর মাঠ হতে লুন্ঠিত মালামালসহ ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। লুন্ঠিত মালামালের মূল্য অনুমান ২৫,০৬,৭০০/-টাকা। এই বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।