সোনারগাঁয়ে মহাসড়কের পাশে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
মোঃ হাসানঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথের (সওজ) এর জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালায়। উচ্ছেদ অভিযানে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইব্রাহিম মিয়া, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন সহ সওজের কর্মকর্তা ও সোনারগাঁও থানার পুলিশ সদস্যরা।