এম ডি অনিকঃ
নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নয়াপুর বাজার এলাকায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাউদ্দিন মাসুমের সঞ্চালনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এড.সামছুল ইসলাম ভূইয়া, সাধারন সম্পাদক সাবেক এমপি কায়সার হাসনাত, সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,বারদী ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবুল, যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার,সদ্য সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, আওয়ামীলীগ নেতা ছোবহান খন্দকার,স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসাইন, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু,জামপুর ইউপির সাবেক চেয়ারম্যান হামিম শিকদার শিপলু, সাদীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল-আমীন,শ্রমীকলীগের সাধারণ সম্পাদক আশিক সরকার, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মামুন ভুইয়া,সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগ সহ বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূইয়া বলেন,যারা আওয়ামীলীগের দুর্দিনে আন্দোলন সংগ্রামে সোচ্চার ছিলেন তাদেরকে মূল্যায়নের মাধ্যমেই ইউনিয়ন কমিটি গঠন করা হবে। আবদুল্লাহ আল কায়সার বলেন, আগামী কিছু দিনের মধ্যেই সোনারগাঁওয়ের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সবকয়টি ওয়ার্ডে পর্যায়ক্রমে মুল কমিটি গঠনের পর তা ঘোষণা দেয়া হবে।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাসুদুর রহমান বলেন, আজকের ন্যায় প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সম্মেলন করা হবে। ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠনের লক্ষ্যে আমরা কাজ করে যাবো।মাহফুজুর রহমান কালাম বলেন, দলের ভিতর থেকে হাইব্রিড নেতাদের বিতারিত করে রাজপথের ত্যাগী নেতাদের মুল্যায়ন করে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী রাখতে হবে।