1. admin@somoynews.net : admin :
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক ছাত্রলীগ নেতা বাবুকে পুলিশি নির্যাতনের অভিযোগ চেয়ারম্যান জিন্না’র অর্থায়নে ৮০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মোগড়াপাড়া ইউপির ২ নং ওয়ার্ডে আবুল মেম্বারের উদ্যোগে মশার স্প্রে প্রদান মানবিক মানুষ এমপি খোকার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ ইঞ্জিঃ মাসুমের বিরুদ্ধে অপপ্রচার ও নান্নু,সোহাগ-রনিকে হত্যার হুমকির ঘটনায় সোনারগাঁ উপজেলা আ’লীগের প্রতিবাদ সোনারগাঁয়ে মাদ্রাসা ছাত্র আমির হামজা নিখোঁজ চ্যানেল আই সেরাকন্ঠে দারুন পারফর্ম করা না’গঞ্জের ছেলে দ্বীপের সাপোর্ট কামনা সোনারগাঁবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে ভালোবাসি..এমপি খোকা সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাঃসম্পাদক প্রার্থী মাসুম আহম্মেদ জনপ্রিয়তায় এগিয়ে সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আনিস জনপ্রিয়তায় এগিয়ে

সোনারগাঁয়ের জামপুরে আ’লীগের সম্মেলনে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত -১০

সময় নিউজ ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ৭১ বার পঠিত

সুমন হাসানঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার মালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

উপজেলার মালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মী সম্মেলনের আয়োজন করে জামপুর ইউনিয়ন আওয়ামীলীগ। কর্মী সভা চলাকালীন সময়ে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলন চলাকালীন এক পর্যায়ে ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিপলুর এক সমর্থককে মারধরকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। পরে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধূরী বিরুর সমর্থক ও শিপলুর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে  তাসফি শিকদার, রাব্বী মিয়া, শাহরিয়া, মোবারক সহ ১০ জন আহত হয় । আহতদের মধ্যে শিপলুর সমমর্থক তাসফি শিকদার ও শাহরিয়া ছুরিকাঘাতে রক্তাক্ত জখম হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান হা-মিম শিকদার শিপলু জানান, আবু জাফর বিরু’র লোকজন তার নেতাকর্মীদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে তার নেতাকর্মীদের মারাত্মক আহত করেছে।
অন্য দিকে ডাঃ আবু জাফর চৌধুরী বিরু তার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, সংঘর্ষের ঘটনার পর পুলিশ দুপক্ষের সমর্থককে লাঠিপেটা করে  ছত্রভঙ্গ করে দিয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর