নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন,বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।উন্নত দেশ গড়ার অন্যতম হাতিয়ার হলো শিক্ষা।তাই শিক্ষাকে গুরুত্ব দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
আজ দূপুরে পোশাক শিল্পে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী কর্তৃক সম্মান সূচক পদক লাভ করায় বাবু অমল পোদ্দার সিআইপিকে গণসংবর্ধনা এবং সরকারী ও নিজস্ব অর্থায়নে নির্মিত ভবন উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন।
অনুষ্ঠানে পানাম গ্রুপের কর্ণধার সিআইপি অমল পোদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সাইফুল ইসলাম,জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল,উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ মোল্লা।
আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়,আনিসুর রহমসন বাবু,প্রচার সম্পাদক ফজলুল হক মাষ্টার,ম্যানেজিং কমিটির সদস্য আবু নাসের,আব্দুর রহিম,সাদিপুর ইউপি জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেম প্রমূখ।
পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।