1. admin@somoynews.net : admin :
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক ছাত্রলীগ নেতা বাবুকে পুলিশি নির্যাতনের অভিযোগ চেয়ারম্যান জিন্না’র অর্থায়নে ৮০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মোগড়াপাড়া ইউপির ২ নং ওয়ার্ডে আবুল মেম্বারের উদ্যোগে মশার স্প্রে প্রদান মানবিক মানুষ এমপি খোকার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ ইঞ্জিঃ মাসুমের বিরুদ্ধে অপপ্রচার ও নান্নু,সোহাগ-রনিকে হত্যার হুমকির ঘটনায় সোনারগাঁ উপজেলা আ’লীগের প্রতিবাদ সোনারগাঁয়ে মাদ্রাসা ছাত্র আমির হামজা নিখোঁজ চ্যানেল আই সেরাকন্ঠে দারুন পারফর্ম করা না’গঞ্জের ছেলে দ্বীপের সাপোর্ট কামনা সোনারগাঁবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে ভালোবাসি..এমপি খোকা সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাঃসম্পাদক প্রার্থী মাসুম আহম্মেদ জনপ্রিয়তায় এগিয়ে সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আনিস জনপ্রিয়তায় এগিয়ে

সোনারগাঁয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার ২ শিক্ষার্থীকে উদ্ধার করে ২ কিশোরগ্যাং সদস্যকে আটক করে পুলিশে দিলেন এমপি খোকা

সময় নিউজ ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কিশোর গ্যাংয়ের হামলার শিকার ২ স্কুল ছাত্রকে উদ্ধার করে কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।
জানা যায়, সোনারগাঁও পৌরসভার আমিনপুর মাঠ ও সোনারগাঁও জি.আর ইনস্টিটিউটশন স্কুল এন্ড কলেজ এলাকায় সাম্প্রতি একাধিক কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে যায়। কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষার্থীদের যৌন হয়রানী করাসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গতকাল বুধবার সকালে তুচ্ছ ঘটনার জের ধরে সোনারগাঁও পৌরসভার আমিনপুর মাঠ এলাকায় কিশোর গ্যাংয়ের ১৫/২০ সদস্য মিলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আইডিয়াল স্কুলের ২ ছাত্রকে ফিল্মি স্টাইলে বেধরক মারধর শুরু করে। এই ঘটনার দৃশ্য অনেকেই অবলোকন করলেও ভয়ে কেউ সামনে এগিয়ে যেতে সাহস পায়নি। ঘটনার সময় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ওই পথ ধরে গাড়ীযোগে পঞ্চমীঘাট এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছিলেন। এসময় সংসদ সদস্য তাৎক্ষণিক গাড়ী থেকে নেমে বেধরক প্রহারের শিকার আহত ২ ছাত্রকে উদ্ধার করেন ও কিশোর গ্যাংয়ের ২ সদস্য মারুফ ও মিজান হোসেন
কে নিজেই আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। সংসদ সদস্যের উপস্থিতি টের পেয়ে এসময় কিশোর গ্যাংয়ের অন্য সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা ফিল্মি স্টাইলে ২ স্কুল ছাত্রকে বেধরক মারধর করছিল। এসময় তিনি ওই ২ ছাত্রকে আহত অবস্থায় উদ্ধার করেন। আটক করেন কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে।
সোনারগাঁও থানার ওসি তদন্ত আহসান উল্লাহ জানান, কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে আটকের ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর