(এমডি অনিক)
নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁয়ের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত বলেছেন, আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার লক্ষে সোনারগাঁওয়ে তৃণমূলের নেতাকর্মীদের পর্যায়ক্রমে সম্মেলনের মাধ্যমে সুসংগঠিত করা হচ্ছে।
শনিবার সন্ধায় সোনারগাঁও মোগরাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনকে সফল করার লক্ষে বিকেল থেকেই মোগরাপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ব্যানার ফ্যাস্টুন হাতে বিশাল মিছিল নিয়ে সম্মেলনে যোগদান করেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সামসুল ইসলাম ভূইয়া,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম,মোগড়াপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,মহিলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নুর জাহান,যুব মহিলা লীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরা, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাধারণ সম্পাদক আলী হায়দার,জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল,শিল্পপতি মনির হোসেন,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন প্রমূখ।