মাষ্টার্স ক্রিকেট লীগে সোহাগ রনি’র সোনারগাঁও চ্যালেঞ্জার্সের টানা দ্বিতীয় জয়
এম ডি অনিকঃ নারায়ণগঞ্জের জনপ্রিয় ক্রিকেট লীগ মাস্টার্স ক্রিকেট নারায়ণগঞ্জের ২য় ম্যাচেও টানা ২য় জয় পেয়েছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের বিগত নির্বাচনে নৌকার কান্ডারী হাজী শাহ মোঃ সোহাগ রনি’র নিজ দল সোনারগাঁও চ্যালেঞ্জার্স।
২৮শে জানুয়ারী ২০২৩ শনিবার নারায়ণগঞ্জের সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে উক্ত খেলায়
সোহাগ রনির অলরাউন্ডার পারফরম্যান্সে প্রাইম জিন্স ব্লাষ্টারের বিপক্ষে
১৪৬ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে সহজেই জয় তুলে নেয় সোনারগাঁও চ্যালেঞ্জার্স।
সোহাগ রনি ২ ওভার বল করে ১১ রান দিয়ে ১উইকেট, আউট করেছেন প্রাইম জিন্স ব্লাস্টারের অধিনায়ক মনাকে।
বেটিংয়ে নেমে তিনটা চারের সাহায্যে ১২ রান করে কেচ আউট হোন।
এসময় ক্রিকেট মাঠে উপস্থিত হয়ে সোহাগ রনি’র সোনারগাঁও চ্যালেঞ্জার্স টিমকে ধন্যবাদ জানিয়ে উৎসাহ প্রদান করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া চেয়ারম্যান ও পরিচালক তানভীর আহমেদ টিটু।