মোঃ ইমনঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় অভিযুক্ত স্বামী সাইদুর রহমানকে শনিবার রাতে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব-১১। দুপুরে র্যাব-১১ এর সিদ্ধিরগঞ্জ সদর দপ্তরে কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।
তিনি জানায়,১৫ বছর আগে পারিবারিকভাবে নিহত আঁখির সাথে সাইদুরের বিয়ে হয়। তাদের দুই ছেলে ও চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযুক্ত সাইদুর মাদকাসক্ত এবং বিয়ের পর থেকে পরকীয়ার সন্দেহে প্রায় স্ত্রীকে মারধর করতো। পারিবারিক কলহের জেরেই গত ২ ফেব্রুয়ারি রাতে আঁখিকে লোহার শিকলে বেঁধে সন্তারদের সামনে হাতুড়ি দিয়ে মাথায় এলোপাথাড়ি আঘাত করে হত্যার পর পালিয়ে যায় সে। এ ঘটনায় নিহতের বাবা ইব্রাহিম বাদী হয়ে সোনারগাঁ থানায় সাইদুলের বিরুদ্ধে হত্যা মামলা করেন।