1. admin@somoynews.net : admin :
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠণকে শক্তিশালী করার আহবান জানালেন এমপি খোকা হকার মুক্ত মদনপুর ফুটওভার ব্রিজ-পথচারী চলাচলে স্বস্তি এমপি খোকার নির্দেশনায় জাবেদ রায়হানের মাসব্যাপি ইফতার বিতরণ ধামগড় পুলিশ ফাঁড়ির অভিযানে ৭৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ডালিম গ্রেফতার ৫ কেজি গাজা সহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ গরীব দূঃখী মেহনতী মানুষ সারাজীবন এরশাদকে স্বরণ রাখবে..এমপি খোকা প্রেমিককে বিয়ের জন্য চাপ দেয়ায় রোজিনাকে গলাকেটে হত্যা সমাজের নির্যাতিত নিপিড়ীত শোষিত মানুষের কথা বলে জাতীয়পার্টী..এমপি খোকা র‍্যাবের গুলিতে কাসেমের মৃত্যুতে নিঃস্ব তার পরিবার,শোকের মাতম সোনারগাঁয়ে ৩০ বোতল ফেন্সিডিল ও ৪কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধার মেয়েকে পিটিয়ে আহত করেছে জামাত-শিবির নেতারা

সময় নিউজ ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৭৭ বার পঠিত
সোনারগাঁয়ের ললাটি এলাকায় মুক্তিযোদ্ধার মেয়েকে পিটিয়ে আহত করেছে জামাত-শিবির নেতারা
সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধার মেয়েকে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জামাত শিবির নেতা আতিকুল,মাসুদ ও মামুন গংদের বিরুদ্ধে।
আজ রবিবার বিকেল ৫টায় সোনারগাঁও উপজেলার কাচঁপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ললাটি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মৃত আঃ রফিকের মেয়ে আহত আয়শা আক্তার লাকি (৩৭) বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন,বসত বাড়ীর সীমানা নিয়ে পূর্ব সত্রুতার জেরে বিবাদী ১। রাশেদুল ইসলাম
মাসুদ (৩৮), ২। রাশেদুল ইসলাম মামুন (৪২), উভয় পিতা-মৃত আঃ রশিদ, ও ৩। আতিকুর রহমান (৫৫),
পিতা- মৃত আঃ মজিদ মেম্বার, সর্ব গ্রাম-ললাটি, ইউপি কার্টপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ সহ
অজ্ঞাতনামা ৭/৮ জন সন্ত্রাসীরা আমাদের বসত বাড়ী দখলের পায়তারায় লিপ্ত আছে। আমাদের বসত বাড়ীর সীমানা
নিয়া বিরোধের জের ধরিয়া আসামীরা দা, চাপাতি, লোহার রড, শাবল, লাঠি
সোঠা ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া বে-আইনী জনতাবদ্ধে আসামীরা সোনারগাঁ থানাধীন
ললাটি সাকিনস্থ আমাদের বসত বাড়ীর উঠানে অনধিকার প্রবেশ করিয়া আসামীরা আমার উপর
আক্রমন করিয়া এলোপাথারীভাবে কিল-ঘুষি মারিয়া ও লাঠি দিয়া পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা
জখম করে। একপর্যায়ে আসামী রাশেদুল ইসলাম মাসুদ তাহার হাতে থাকা শাবল দিয়া আমাকে
এলোপাথারীভাবে পিটাইয়া দুই পায়ের বিভিন্ন স্থানে জখম করে। উক্ত আসামী হত্যা করার উদ্দেশ্যে আমার
মাথায় বারী দিলে আমি মাথা সরাইয়া নিয়া নিজেকে রক্ষা করি। আসামী আতিকুর রহমান তাহার হাতে
থাকা দা দিয়া আমাকে হত্যা করার উদ্দেশ্যে তাড়া করে। আসামী রাশেদুল ইসলাম মামুন আমার পড়নে
থাকা জামা-কাপড় ধরিয়া টানা-হেচড়া করিয়া শ্লীলতাহানী করে। আমি মাটিতে লুটাইয়া পড়িয়া গেলে ০১নং
আসামী রাশেদুল ইসলাম মাসুদ আমার গলায় থানা ০১টি ০১ ভরি ওজনের স্বর্ণের চেইন, মূল্য অনুমান-
৮৫,০০০/- টাকা নিয়া যায়। একপর্যায়ে আসামীরা আমার বসত ঘরের দরজা জানালা ও টিনের বেড়া সহ
ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করিয়া প্রায় ১,৫০,০০০/- টাকার ক্ষতি সাধন করে। আসামীরা
আমার বসত ঘরে প্রবেশ করিয়া ০১নং আসামী আমার ঘরে থাকা ষ্টীলের আলমারীর ড্রয়ার হইতে বিল্ডিং
নির্মানের জন্য রাখা নগদ-৫,০০,০০০/- টাকা এবং ০২ এবং ০৩নং আসামী ১০ ভরি স্বর্ণালঙ্কার, মূল্য
অনুমান- ৮,৫০,০০০/- টাকা নিয়া যায়। আমার স্ত্রীর ডাক-চিৎকারে আমি তাহাকে উদ্ধারের জন্য আগাইয়া
গেলে আসামীরা আমাকে এলোপাথারীভাবে কিল-ঘুষি মারিয়া ও লাঠি দিয়া পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে
নীলা-ফুলা জখম করে। আমাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে উক্ত
বিষয়ে মামলা করিলে আসামীরা আমাকে ও আমার স্বামীকে খুন করিয়া ফেলিবে বলিয়া হুমকি দিয়া চলিয়া
যায়। পরে আমি এবং আমার স্বামী আহত অবস্থায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়া চিকিৎসা
গ্রহন করি।
এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি তদন্ত আহসান উল্লাহ জানান,একজন বীর মুক্তিযোদ্ধার মেয়েকে পিটিয়ে আহত করার অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর