1. admin@somoynews.net : admin :
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠণকে শক্তিশালী করার আহবান জানালেন এমপি খোকা হকার মুক্ত মদনপুর ফুটওভার ব্রিজ-পথচারী চলাচলে স্বস্তি এমপি খোকার নির্দেশনায় জাবেদ রায়হানের মাসব্যাপি ইফতার বিতরণ ধামগড় পুলিশ ফাঁড়ির অভিযানে ৭৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ডালিম গ্রেফতার ৫ কেজি গাজা সহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ গরীব দূঃখী মেহনতী মানুষ সারাজীবন এরশাদকে স্বরণ রাখবে..এমপি খোকা প্রেমিককে বিয়ের জন্য চাপ দেয়ায় রোজিনাকে গলাকেটে হত্যা সমাজের নির্যাতিত নিপিড়ীত শোষিত মানুষের কথা বলে জাতীয়পার্টী..এমপি খোকা র‍্যাবের গুলিতে কাসেমের মৃত্যুতে নিঃস্ব তার পরিবার,শোকের মাতম সোনারগাঁয়ে ৩০ বোতল ফেন্সিডিল ও ৪কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাচঁপুরে দুই ভাই হত্যার ঘটনায় থানায় মামলা,খুনিদের ফাঁশির দাবিতে মহাসড়কে বিক্ষোভ মিছিল

সময় নিউজ ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৬ বার পঠিত

এমডি অনিক,সময় নিউজ ডেস্কঃ

সোনারগাঁয়ের কাঁচপুর পাঁচপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা ও অপর ভাইকে আহত করার ঘটনায় ৯ জনকে আসামি করে থানায় মামলা রুজু করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুরে নিহতদের মেজ বোন সামসুন নাহার (৪০) বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেছেন।

মামলায় নিহতদের চাচা মহিউদ্দিন ও চাচাতো ভাই মোস্তফাসহ তাদের পরিবার সদস্যদের আসামি করা হয়েছে।

এর আগে রোববার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে মোস্তফা গংরা। নিহতরা হলেন, ওই এলাকার মৃত সানাউল্লাহ মিয়ার বড় ছেলে আসলাম সানি (৪৮) ও ছোট ছেলে মো. শফিকুল ইসলাম রনি (৩৫)। এ ঘটনায় মেজ ছেলে রফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তফা (৪০), মামুন হোসেন (৩৫), মফিজুল ইসলাম (২৫), মারুফসহ (১৮) পরিবারের সবাই পলাতক রয়েছে। এদিকে গতকাল রাতে হত্যাকারীদের বাড়ী ঘর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। হত্যাকান্ঠের পরের দিন আজ সোমবার নিহতদের বাড়ী ও ঘটনাস্থলে পরিদর্শনে আসেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি শৈয়দ নুরুল ইসলাম পিপিএম,বিপিএম বার।এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম,সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম,ওসি তদন্ত আহসান উল্লাহ সহ পুলিশ সদস্যরা।এই লোমহর্ষক ডাবল মার্ডারের পর থেকেই পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সোমবার বিকেলে শত শত গ্রামবাসীর অংশগ্রহণে নিহত দুই ভাইয়ের জানাজা সম্পন্ন হয়।সোমবার সন্ধার পর ন্যায় বিচার চেয়ে এবং খুনিদের ফাঁশির দাবীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর