নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হতদরিদ্র ১০ টি গ্রামের প্রায় ২ হাজার মানুষের মাঝে মনোয়ারা চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
স্বাধিনতা চিকিৎসক পরিষদ স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরুর নেতৃত্বে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে শুক্রবার দিন ব্যাপি উপজেলার সনমান্দি চরভলুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় ডাঃ আবু জাফর চৌধুরী বিরু বলেন,গনতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে মনোয়ারা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষদের মেডিসিন,সার্জারী,গাইনি,অর্থোপেডিক্স,শিশু বিশেষজ্ঞ সহ ২০জন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হচ্ছে।
এসময় সনমান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী,কাচঁপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ,বারদী ইউপি যুবলীগের সভাপতি রাশেদ উদ্দীন মঞ্জু,সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ সহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে সেবামূলক কাজে সার্বিক সহযোগিতা করেন।