মোগরাপাড়া ইউনিয়ন শ্রমীকলীগের নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে এমপি খোকাকে ফুলেল শুভেচছা
সময় নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকাকে মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে।
শুক্রবার বিকেলে সাংসদ লিয়াকত হোসেন খোকার নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের নবনির্বাচিত সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা এমপি লিয়াকত হোসেন খোকাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় এমপি খোকা নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় আরও উপস্থিত ছিলন,সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূইয়,জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও গত মোগরাপাড়া ইউপি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী,ও সোনারগাঁও থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব হাজী শাহ মোঃ সোহাগ রনি,উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মশিউর রহমান শামীম সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে হাজী শাহ মোঃ সোহাগ রনি বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে রাজপথে থেকে দায়িত্ব পালন করে যাবে।ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এই নবনির্বাচিত কমিটি ব্যপক উপকারী ভূমিকা পালন করবে।