নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, যে সন্তানের উপর পিতা মাতার দোয়া আছে তার উপর আল্লাহর রহমত আছে।প্রতিটি সন্তানের উচিত পিতা মাতার প্রতি যত্নবান হয়ে দায়িত্ব পালন করা।আমরা বেহেশত দেখিনি,কিন্তু আমরা জানি মায়ের পায়ের নিচে আমাদের বেহেস্ত। তাই আমাদের উচিত মায়ের পায়ের নিচে জায়গা করে নেয়া।
আজ দূপুরে বন্দর উপজেলার মদনপুর কেওঢালা বাগদোবাড়ীয়া এলাকায় ভাষা সৈনিক ও সাংসদ সেলিম ওসমান ও শামীম ওসমানের মা নাগিনা জোহা’র ৭ম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরতে খোদা,জেলা পরিষদের সদস্য চন্দন শীল,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ রশীদ,সাধারণ সম্পাদক কাজিম উদ্দীন,বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক,
মদনপুর ইউপি চেয়ারম্যান গাজী এমএ সালাম,ধামগড় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন,মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন,জেলা পরিষদের সদস্য মাসুম আহম্মেদ,জেলা পরিষদের সাবেক সদস্য আরিফুল ইসলাম আলিনূর
ধামগড় ফাড়ির ইনচার্জ মাসুদ, কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহমুদ।নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি গোলাপ হোসেন ভূইয়া।৭ নং ওয়ার্ডের সদস্য সফিক, আওয়ামীলীগ নেতা জুয়েল আহমেদ,হাবিবুর রহমান,মামুনুর রশিদ মামুন সহ দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসী।
প্রয়াত ভাষা সৈনিক নাগিনা জোহা’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান।