এমডি অনিকঃ
জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, জাতীয়পার্টি হবে জনগণের সেবকের দল, সমাজের নিপিড়ীত,শোষিত,নির্যাতিত মানুষের কথা বলবে।গরীব দুঃখী মানুষের কথা বলবে।
সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন জাতীয়পার্টীর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকা এসব কথা বলেন।রোববার বিকেলে বারদী বাজার মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয় ।
বারদী ইউনিয়ন জাতীয়পার্টির আহবায়ক আমিন মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল,জেলা জাতীয়পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়,জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, উপজেলা জাতীয়পার্টির সভাপতি ও সম্ভুপুরা ইউপির চেয়ারম্যান আব্দুর রব,জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক মনি,পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এমএ জামান প্রমূখ।
সংসদ সদস্য আরও বলেন,করোনাকালীন সময়ে দেশের ক্রান্তিলগ্নে আমি আমার নির্বাচিত এলাকার মানুষের পাশে ছিলাম।আমি নিজের এবং পরিবারের মায়া ত্যাগ করে করোনার এমন ভয়াবহতায়ও নিজের স্বাধ্য মতো অসহায় মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি।করোনায় মৃত ব্যক্তির দাফন কাজের জন্য আমি টিম গঠন করে দাফন কাজ সম্পন্ন করেছি।আমি সব সময় আমার সোনারগাঁও বাসীর সুখে দূঃখে পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো।