এমডি অনিকঃ
নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন,এদেশের গরীব দূঃখী মেহনতী মানুষের হৃদয়ের স্পন্দন ছিলেন প্রয়াত সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।তার আমলে এদেশে উন্নয়ণের পাশাপাশি আইনশৃঙ্খলা সহ সার্বিকভাবে দেশবাসী স্বস্তিতে ছিলো।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয়পার্টীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার সন্ধায় নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার আয়োজনে মোগড়াপাড়া চৌরাস্তায় তার নিজ কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে জন্মবার্ষিকী পালন করেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল,যুগ্ম সম্পাদক জাবেদ রায়হান জয়,আনিসুর রহমান বাবু,পৌরসভা জাতীয়পার্টীর সভাপতি এমএ জামান সহ দলীয় নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অনুষ্ঠানে অংশ নেন।
এসময় বক্তব্যকালে সাংসদ লিয়াকত হোসেন খোকা,প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন,এদেশে গরীব দূঃখী মানুষের প্রাণের মানুষ ছিলেন এরশাদ,তার আমলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পেরেছে।যতোদিন বাংলাদেশ থাকবে এদেশের মেহনতি মানুষ তাকে শ্রদ্ধাভরে স্বরণ করবে