৫ কেজি গাজা সহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ
এমডি অনিকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে মহাসড়কের উপর থেকে রাজু মিয়া (৩০),নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রাজু মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার রাজার বাজার এলাকার লেবু মিয়ার ছেলে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম জানান,বুধবার ভোর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থানাধিন পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাজু মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।