এমডি অনিকঃ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে একের পর এক মাদকের চালান সহ শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় রোববার ভোররাত পৌনে পাচঁটার দিকে সোনারগাঁও উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা আষাঢ়িয়ার চর এলাকা থেকে ২৩৫০০পিচ ইয়াবা সহ মোঃ পারভেজ(২৮) কে আটক করে সোনারগাঁ থানা পুলিশ।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল নারায়নগঞ্জ- শেখ বিল্লাল হোসেন এর নেতৃত্বে অভিযানিক দল জানতে পারে যে কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে একটি মাদক চক্র নারায়নগঞ্জ আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযানিক দলটি মেঘনা ঘাট এলাকায় ওঁত পেতে থাকে।দীর্ঘ সময় মহাসরকে অতিবাহিত হওয়ার পর ভোর রাত পৌঁনে পাচঁটায় সোনারগা থানাধীন মেঘনাঘাট সংলগ্ন আসারিয়ারচর পুলিশ চেকপোস্ট এর সামনে- ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে ২৩,৫০০ পিচ ইয়াবা সহ মোঃ পারভেজ(২৮), পিতাঃ আবু মিয়া, সাং- মোহাজেরপাড়া, ওয়ার্ড নং- ১০, কক্সবাজার সদর পৌরসভা, কক্সবাজার নামক এক মাদক কারবরিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত আছে। ধৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রকৃয়াধীন রয়েছে।