এমডি অনিকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ৫ হাজার হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাকালীন সময় থেকে আমি হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করে যাচ্ছি।যাতে করে হত দরিদ্র মানুষরা স্বাচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারে।মানবতার মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হয়ে আগামী সময় গুলোতেও জনগণের সেবক হিসেবে থাকতে চাই।