সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সোনারগাঁও সিটি প্রেস ক্লাবের উদ্যোগে দেশ ও দেশের মানুষের কল্যান কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল ২০২৩ ইং সোমবার উপজেলা মোগরাপাড়া চৌরাস্তায় আইয়ুব প্লাজার ৩য় তলায় সিকদার ডাইন নামের একটি অভিজাত রেস্তোরাঁয় সোনারগাঁও সিটি প্রেস ক্লাবের সভাপতি বিজয় টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ দ্বীন ইসলাম অনিকের সভাপতিত্বে সোনারগাঁও সিটি প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, ক্লাবের সাধারণ সম্পাদক নুর নবী জনি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
ইফতার ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন অত্র ক্লাবের সভাপতি দ্বীন ইসলাম অনিক। মুনাজাতে তিনি প্রেস ক্লাবের সকল সদস্যদেরকে দেশ ও দেশের কল্যানে কাজ করার আহবান ও সকল সদস্যদের সুস্থতা কামনা এবং প্রয়াত সকলের পরিবারের মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও সিটি প্রেস ক্লাবের সহ সভাপতি এসএম মনির,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান,যুগ্ম সম্পাদক-১ দ্বীন ইসলাম,যুগ্ম সম্পাদক-২ রাশেদুল হাসান অভি,আইন বিষয়ক সম্পাদক এড.ফিরোজ,প্রচার সম্পাদক মো.মিঠু,দফতর সম্পাদক মীমরাজ,কোষাধ্যক্ষ সুমন হাসান,সাংস্কৃতিক সম্পাদক লিটন বিশ্বাস,জাহাহানারা বেগম,সাজেদা আক্তার,সোহেল প্রধান,কেএম রাজু,জাহাঙ্গীর সিকদার,ফয়সাল,স্বপন সহ সকল সদস্যবৃন্দ।