এমডি অনিকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৪,৫০০ (চার হাজার পাঁচ শত) পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল নারায়নগঞ্জ- শেখ বিল্লাল হোসেন এবং অফিসার ইনচার্জ সোনারগা থানা মাহাবুব আলমের নেতৃত্বে অভিযানিক দল জানতে পারে যে কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে একটি মাদক চক্র নারায়নগঞ্জ আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি মেঘনা ঘাট এলাকায় ওঁত পেতে থাকে। অদ্য ২২/০৫/২০২৩ তারিখ সকাল ০৭ঃ৩৫ ঘটিকায় সোনারগা থানাধীন মেঘনাঘাট সংলগ্ন নিউ টাউন পুলিশ চেকপোস্ট এর সামনে- ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে ৪,৫০০ পিচ ইয়াবা সহ মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিব(২০), পিতাঃ মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়া গ্রাম- শ্রীপুর থানা- গুরুদাসপুর জেলা- নাটোর নামক এক মাদক কারবরিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত আছে। ধৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রকৃয়াধীন রয়েছে।