এমডি অনিকঃ নারায়ণঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য দেশ ও দেশের বাহিরের অপশক্তি বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে।দেশের উন্নয়ন চলমান রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো নির্বাচিত করতে হবে। তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আমাদের সম্পদ না তিনি আন্তর্জাতিক সম্পদ।এই সম্পদ টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের।
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় তিনি এ বক্তব্য প্রদান করেন।
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সোনারগাঁ উপজেলার বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। উক্ত বিক্ষোভ মিছিলটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্তরে শেষ হয়। সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সফল ডেপুটি কমান্ডার জনাব ওসমান গণির সভাপতিত্বে প্রতিবাদ সভা শুরু হয়। উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ থানা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. শামসুল ইসলাম ভূইয়া, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক সফল সংসদ সদস্য ও সোনারগাঁ থানা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ আল কায়সার, এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জনাব সোহেল রানা, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জনাবা এড. নুরজাহান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য জনাব মোস্তাফিজুর রহমান মাসুম, যুব মহিলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব নাসরিন সুলতানা ঝরাসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি জনাব বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে লুৎফর রহমান, বেলায়েত হোসেন, আলেয়া আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।