সময় নিউজঃ
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম।সামসুল আলমকে উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য মনোনীত করায় জামপুর ইউনিয়ন সহ সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকার তৃণমূল নেতাকর্মীরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এড.সামসুল ইসলাম ভূইয়া,সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও সহ-সভাপতি ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুমকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে পোস্ট করছেন।
বুধবার (৭ জুন) বিকেল ৪ টায় সোনারগাঁ রয়েল রিসোর্ট অডিটরিয়ামে ৭১ সদস্যবিশিষ্ট সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির নামের তালিকা ঘোষণা করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এড.সামসুল ইসলাম ভূইয়া ।
অনুষ্ঠান শেষে সামসুল আলম বলেন,আমি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজপথে রাজনীতি করে আসছি।আমাকে উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটিতে একজন সদস্য হিসেবে মনোনীত করার জন্য সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া,সাধারণ সম্পাদক কায়সার হাসনাত,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু ও সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সহ সকল সিনিয়র নেতাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমি তাদের নেতৃত্বে তাদের দিক নির্দেশনায় আমার দায়িত্ব পালন করে যেতে চাই।