সুমন হাসান:- পবিত্র ঈদ-উল -আযহা উপলক্ষে ঈদের ‘শুভেচ্ছা জানিয়েছেন মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোহেল মিয়া।
মোঃ সোহেল মিয়া শুভেচ্ছা বার্তায় বলেন, দেশবাসীসহ দেশের সকলের সুস্বাস্থ্য, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে আরও বলেন! এই আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ–উল–আযহা। এই মহিমান্বিত পবিত্র দিনে আমরা কোরবানীর মাধ্যমে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে সকলের মধ্যে আনন্দ ভাগাভাগি করে থাকি।
পবিত্র ঈদ–উল–আযহার এ আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে ভরে উঠুক বন্দর উপজেলা সহ মদনপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডবাসী তথা এ দেশের সকল নাগরিকের জীবন। পবিত্র এ দিনে মানুষে মানুষের প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক।
তিনি আরও বলেন আসুন এ দিনে সবাই মিলে সামাজিক পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর থাকি। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাম এর আদর্শের চেতনায় দেশগড়ার প্রত্যয়ে প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আসুন আমরা গ্রহণ করি সুন্দর শপথ।
পরিশেষে আবারো সকল কে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক